023surah
翻译者
Taisirul Quran (修改)
古兰经信息

۟ۙ

মু’মিনরা সফলকাম হয়ে গেছে।
۟ۙ
যারা নিজেদের নামাযে বিনয় নম্রতা অবলম্বন করে।
۟ۙ
যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে।
۟ۙ
যারা যাকাত দানে সক্রিয়।
۟ۙ
যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে।
۟ۚ
নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এ ক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত।
۟ۚ
এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী।
۟ۙ
আর যারা নিজেদের আমানাত ও ওয়াদা পূর্ণ করে।
۟ۘ
আর যারা নিজেদের নামাযের ব্যাপারে যত্নবান।
۟ۙ
তারাই হল উত্তরাধিকারী।
۟
তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে।
۟ۚ
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
۪۟
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
۟ؕ
পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর মাংসপিন্ডকে পরিণত করি হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান!
۟ؕ
এরপর তোমরা অবশ্যই মরবে।
۟
তারপর কিয়ামাতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।
۟
আমি তোমাদের উপরে সপ্ত স্তর সৃষ্টি করেছি, আমি (আমার) সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই।
۟ۚ
আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি, অতঃপর আমি তা যমীনে সংরক্ষণ করি আর আমি পানিকে সরিয়ে দিতে অবশ্যই সক্ষম।
۟ۙ
অতঃপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি, ওতে তোমাদের জন্য আছে পর্যাপ্ত ফল, যাথেকে তোমরা খাও (আর সুখভোগ কর)।
Notes placeholders