074surah
Çeviri:
Taisirul Quran (Değiştir)

۟ۙ

ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!
۟
ওঠ, সতর্ক কর।
۟
আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
۟
তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।
۟
(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।
۟
(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।
۟ؕ
তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।
۟ۙ
যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,
۟ۙ
সেদিনটি হবে বড়ই কঠিন দিন,
۟
(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।
۟ۙ
ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।
۟ۙ
আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,
۟ۙ
আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।
۟ۙ
এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।
Notes placeholders