079surah
แปลโดย
Taisirul Quran (เปลี่ยน)

۟ۙ

শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
۟ۙ
আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
۟ۙ
শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
۟ۙ
আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
۟ۘ
অতঃপর সব কাজের ব্যবস্থা করে।
۟ۙ
সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
۟ؕ
তারপর আসবে আরেকটি ভূকম্পন।
۟ۙ
কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
۟ۘ
তাদের দৃষ্টি নত হবে,
۟ؕ
তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
۟ؕ
আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’
۟ۘ
তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’
۟ۙ
ওটা তো কেবল একটা বিকট আওয়াজ,
۟ؕ
সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।
۟ۘ
মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
۟ۚ
যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন
۟ؗۖ
‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে,
۟ۙ
তাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক?
۟ۚ
আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাঁকে ভয় কর?’
Notes placeholders