068surah
Përkthim nga
Taisirul Quran (Ndryshimi)
Info për Suren

۟ۙ

নূন, কলমের শপথ আর লেখকেরা যা লেখে তার শপথ।
۟ۚ
তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।
۟ۚ
তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,
۟
নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।
۟ۙ
শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,
۟
তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।
۟
তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।
۟
কাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য কর না।
۟
তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,
۟ۙ
তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।
۟ۙ
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,
۟ۙ
যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
۟ۙ
কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।
۟ؕ
কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।
۟
তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে, ‘‘এতো আগে কালের লোকেদের কিসসা কাহিনী মাত্র।
۟
আমি তার শুঁড়ের উপর দাগ দিয়ে দিব (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)।
۟ۙ
আমি এদেরকে (অর্থাৎ মক্কাবাসীদেরকে) পরীক্ষা করেছি যেমন আমি বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। যখন তারা কসম করে বলেছিল যে, তারা সকাল বেলায় অবশ্যই বাগানের ফল সংগ্রহ করে নেবে।
Notes placeholders