091surah
Tradução por
Taisirul Quran (Mudar)
Surah Info

۟

শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,
۟
শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,
۟
শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,
۟
শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,
۟
শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,
۟
শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,
۟
শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,
۟
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।
۟
সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।
۟ؕ
সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।
۟
সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল।
۟
যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল।
۟ؕ
তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না।
۟
কিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন।
۟۠
আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।
Notes placeholders