077surah
Vertaling door
Taisirul Quran (Wijziging)
Surah Info

۟ۙ

পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,
۟ۙ
অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,
۟ۙ
শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,
۟ۙ
আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,
۟ۙ
অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,
۟ۙ
(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।
۟ؕ
তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।
۟ۙ
যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,
۟ۙ
যখন আকাশ বিদীর্ণ হবে,
۟ۙ
যখন পবর্তমালা ধুনিত হবে।
۟ؕ
যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।
۟ؕ
(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?
۟ۚ
চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।
۟ؕ
সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?
۟
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
۟ؕ
আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?
۟
অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।
۟
অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।
۟
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
۟ۙ
আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?
۟ۙ
অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।
Notes placeholders