Az-Zukhruf

Page 440

109surah
Traduction par
Taisirul Quran (Changement)

۟ۙ

বল, ‘হে কাফিররা!’
۟ۙ
তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,
۟ۚ
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
۟ۙ
আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,
۟ؕ
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
۟۠
তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।
Notes placeholders