078surah
Translation by
Taisirul Quran (Change)
Surah Info

۟ۚ

লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
۟ۙ
(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
۟ؕ
যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
۟ۙ
কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
۟
আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
۟ۙ
(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
۟
আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
۟ۙ
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
۟ۙ
আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
۟ۙ
রাতকে করেছি আবরণ,
۪۟
আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
۟ۙ
আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
۟
এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
۟ۙ
আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
۟ۙ
যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
۟ؕ
আর ঘন উদ্যান।
۟ۙ
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
۟ۙ
সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
۟ۙ
আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
۟ؕ
আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
۟
জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
۟ۙ
(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
۟ۚ
সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
۟ۙ
সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
۟ۙ
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
۟ؕ
উপযুক্ত প্রতিফল।
۟ۙ
তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
۟ؕ
তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
۟ۙ
সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
۟۠
অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।
۟ۙ
(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
۟ۙ
বাগান, আঙ্গুর,
۟ۙ
আর সমবয়স্কা নব্য যুবতী
۟ؕ
এবং পরিপূর্ণ পানপাত্র।
Notes placeholders