078surah
দ্বারা অনুবাদ
Taisirul Quran (পরিবর্তন)
সূরা তথ্য

۟ۚ

লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
۟ۙ
(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
۟ؕ
যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
۟ۙ
কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
۟
আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
۟ۙ
(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
۟
আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
۟ۙ
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
۟ۙ
আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
۟ۙ
রাতকে করেছি আবরণ,
۪۟
আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
۟ۙ
আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
۟
এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
۟ۙ
আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
۟ۙ
যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
۟ؕ
আর ঘন উদ্যান।
۟ۙ
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
۟ۙ
সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
۟ۙ
আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
۟ؕ
আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
۟
জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
۟ۙ
(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
۟ۚ
সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
۟ۙ
সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
۟ۙ
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
۟ؕ
উপযুক্ত প্রতিফল।
۟ۙ
তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
۟ؕ
তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
۟ۙ
সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
۟۠
অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।
۟ۙ
(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
۟ۙ
বাগান, আঙ্গুর,
۟ۙ
আর সমবয়স্কা নব্য যুবতী
۟ؕ
এবং পরিপূর্ণ পানপাত্র।

পরামর্শ: এর সাথে নেভিগেট করার চেষ্টা করুনctrlK

Al-Fatihah
Al-Baqarah
Ali 'Imran
An-Nisa
Al-Ma'idah
Al-An'am
Al-A'raf
Al-Anfal
At-Tawbah
১০Yunus
১১Hud
১২Yusuf
১৩Ar-Ra'd
১৪Ibrahim
১৫Al-Hijr
১৬An-Nahl
১৭Al-Isra
১৮Al-Kahf
১৯Maryam
২০Taha
২১Al-Anbya
২২Al-Hajj
২৩Al-Mu'minun
২৪An-Nur
২৫Al-Furqan
২৬Ash-Shu'ara
২৭An-Naml
২৮Al-Qasas
২৯Al-'Ankabut
৩০Ar-Rum
৩১Luqman
৩২As-Sajdah
৩৩Al-Ahzab
৩৪Saba
৩৫Fatir
৩৬Ya-Sin
৩৭As-Saffat
৩৮Sad
৩৯Az-Zumar
৪০Ghafir
৪১Fussilat
৪২Ash-Shuraa
৪৩Az-Zukhruf
৪৪Ad-Dukhan
৪৫Al-Jathiyah
৪৬Al-Ahqaf
৪৭Muhammad
৪৮Al-Fath
৪৯Al-Hujurat
৫০Qaf
৫১Adh-Dhariyat
৫২At-Tur
৫৩An-Najm
৫৪Al-Qamar
৫৫Ar-Rahman
৫৬Al-Waqi'ah
৫৭Al-Hadid
৫৮Al-Mujadila
৫৯Al-Hashr
৬০Al-Mumtahanah
৬১As-Saf
৬২Al-Jumu'ah
৬৩Al-Munafiqun
৬৪At-Taghabun
৬৫At-Talaq
৬৬At-Tahrim
৬৭Al-Mulk
৬৮Al-Qalam
৬৯Al-Haqqah
৭০Al-Ma'arij
৭১Nuh
৭২Al-Jinn
৭৩Al-Muzzammil
৭৪Al-Muddaththir
৭৫Al-Qiyamah
৭৬Al-Insan
৭৭Al-Mursalat
৭৮An-Naba
৭৯An-Nazi'at
৮০'Abasa
৮১At-Takwir
৮২Al-Infitar
৮৩Al-Mutaffifin
৮৪Al-Inshiqaq
৮৫Al-Buruj
৮৬At-Tariq
৮৭Al-A'la
৮৮Al-Ghashiyah
৮৯Al-Fajr
৯০Al-Balad
৯১Ash-Shams
৯২Al-Layl
৯৩Ad-Duhaa
৯৪Ash-Sharh
৯৫At-Tin
৯৬Al-'Alaq
৯৭Al-Qadr
৯৮Al-Bayyinah
৯৯Az-Zalzalah
১০০Al-'Adiyat
১০১Al-Qari'ah
১০২At-Takathur
১০৩Al-'Asr
১০৪Al-Humazah
১০৫Al-Fil
১০৬Quraysh
১০৭Al-Ma'un
১০৮Al-Kawthar
১০৯Al-Kafirun
১১০An-Nasr
১১১Al-Masad
১১২Al-Ikhlas
১১৩Al-Falaq
১১৪An-Nas
Notes placeholders