056surah
দ্বারা অনুবাদ
Taisirul Quran (পরিবর্তন)
সূরা তথ্য

۟ۙ

যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,
۟ۘ
তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
۟ۙ
(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
۟ۙ
যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
۟ۙ
আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
۟ۙ
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
۟ؕ
আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
۟ؕ
তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
۟ؕ
আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
۟ۚۙ
আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
۟ۚ
তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত
۟
(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।
۟ۙ
পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।
۟ؕ
আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।
۟ۙ
(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,
۟
তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে।
۟ۙ
তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা।
۟ۙ
পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে,
۟ۙ
তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না
۟ۙ
আর নানান ফলমূল, ইচ্ছেমত যেটা তারা বেছে নেবে,
۟ؕ
আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,
۟ۙ
আর (সেখানে থাকবে) ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা,
۟ۚ
সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,
۟
তাদের কর্মের প্রতিদান হিসেবে!
۟ۙ
সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি,
۟
এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ,
۟ؕ
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
۟ۙ
তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে,
۟ۙ
কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা,
۟ۙ
বিস্তীর্ণ অঞ্চল-জুড়া ছায়ায়,
۟ۙ
অবিরাম প্রবহমান পানির ধারে,
۟ۙ
আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে,
۟ۙ
যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।
۟ؕ
আর উঁচু উঁচু বিছানায়।

পরামর্শ: এর সাথে নেভিগেট করার চেষ্টা করুনctrlK

Al-Fatihah
Al-Baqarah
Ali 'Imran
An-Nisa
Al-Ma'idah
Al-An'am
Al-A'raf
Al-Anfal
At-Tawbah
১০Yunus
১১Hud
১২Yusuf
১৩Ar-Ra'd
১৪Ibrahim
১৫Al-Hijr
১৬An-Nahl
১৭Al-Isra
১৮Al-Kahf
১৯Maryam
২০Taha
২১Al-Anbya
২২Al-Hajj
২৩Al-Mu'minun
২৪An-Nur
২৫Al-Furqan
২৬Ash-Shu'ara
২৭An-Naml
২৮Al-Qasas
২৯Al-'Ankabut
৩০Ar-Rum
৩১Luqman
৩২As-Sajdah
৩৩Al-Ahzab
৩৪Saba
৩৫Fatir
৩৬Ya-Sin
৩৭As-Saffat
৩৮Sad
৩৯Az-Zumar
৪০Ghafir
৪১Fussilat
৪২Ash-Shuraa
৪৩Az-Zukhruf
৪৪Ad-Dukhan
৪৫Al-Jathiyah
৪৬Al-Ahqaf
৪৭Muhammad
৪৮Al-Fath
৪৯Al-Hujurat
৫০Qaf
৫১Adh-Dhariyat
৫২At-Tur
৫৩An-Najm
৫৪Al-Qamar
৫৫Ar-Rahman
৫৬Al-Waqi'ah
৫৭Al-Hadid
৫৮Al-Mujadila
৫৯Al-Hashr
৬০Al-Mumtahanah
৬১As-Saf
৬২Al-Jumu'ah
৬৩Al-Munafiqun
৬৪At-Taghabun
৬৫At-Talaq
৬৬At-Tahrim
৬৭Al-Mulk
৬৮Al-Qalam
৬৯Al-Haqqah
৭০Al-Ma'arij
৭১Nuh
৭২Al-Jinn
৭৩Al-Muzzammil
৭৪Al-Muddaththir
৭৫Al-Qiyamah
৭৬Al-Insan
৭৭Al-Mursalat
৭৮An-Naba
৭৯An-Nazi'at
৮০'Abasa
৮১At-Takwir
৮২Al-Infitar
৮৩Al-Mutaffifin
৮৪Al-Inshiqaq
৮৫Al-Buruj
৮৬At-Tariq
৮৭Al-A'la
৮৮Al-Ghashiyah
৮৯Al-Fajr
৯০Al-Balad
৯১Ash-Shams
৯২Al-Layl
৯৩Ad-Duhaa
৯৪Ash-Sharh
৯৫At-Tin
৯৬Al-'Alaq
৯৭Al-Qadr
৯৮Al-Bayyinah
৯৯Az-Zalzalah
১০০Al-'Adiyat
১০১Al-Qari'ah
১০২At-Takathur
১০৩Al-'Asr
১০৪Al-Humazah
১০৫Al-Fil
১০৬Quraysh
১০৭Al-Ma'un
১০৮Al-Kawthar
১০৯Al-Kafirun
১১০An-Nasr
১১১Al-Masad
১১২Al-Ikhlas
১১৩Al-Falaq
১১৪An-Nas
Notes placeholders