كَاَمْثَالِ
اللُّؤْلُوءِ
الْمَكْنُوْنِ
۟ۚ

সুরক্ষিত মুক্তা সদৃশ-[১]

[১] مَكْنُوْنٌ (সুরক্ষিত) যাকে গুপ্ত রাখা হয়েছে। তাতে না কারো হাতের স্পর্শ লাগে, আর না ধূলাবালি লাগে। এ ধরনের জিনিস একেবারে পরিষ্কার-পরিছন্ন এবং তার আসল অবস্থায় থাকে।