وَمَا
هُمْ
عَنْهَا
بِغَآىِٕبِیْنَ
۟ؕ
3

আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না [১]।

[১] জাহান্নামীরা কোন সময় জাহান্নাম থেকে পৃথক হবে না, অনুপস্থিত থাকতে পারবে না; মৃত্যুর মাধ্যমেও নয়, বের হওয়ার মাধ্যমেও নয়। সেখানে তাদের জন্যে চিরকালীন আযাবের নির্দেশ আছে। [মুয়াসসার,সা‘দী]