مُّطَاعٍ
ثَمَّ
اَمِیْنٍ
۟ؕ
3

যে সেখানে মান্যবর এবং বিশ্বাসভাজন। [১]

[১] অর্থাৎ, ফিরিশতাবর্গের মাঝে তাঁর আনুগত্য করা হয়। তিনি হলেন ফিরিশতাবর্গের সর্দার ও মান্যবর। এ ছাড়া অহীর ব্যাপারেও তিনি আমানতদার।