وَالصُّبْحِ
اِذَا
تَنَفَّسَ
۟ۙ
3

আর ঊষার, যখন তার আবির্ভাব হয়। [১]

[১] অর্থাৎ, যখন সে প্রকাশ পায় ও উদয় হয় অথবা উজ্জ্বল হয়ে বের হয়ে আসে।