وَاِذَا
السَّمَآءُ
كُشِطَتْ
۟
3

যখন আকাশের আবরণকে অপসারিত করা হবে। [১]

[১] অর্থাৎ, আকাশ ভেঙ্গে ফেলা হবে, যেমন ছাদ ভেঙ্গে ফেলা হয়।