لَوْ
نَشَآءُ
جَعَلْنٰهُ
اُجَاجًا
فَلَوْلَا
تَشْكُرُوْنَ
۟
3

আমি ইচ্ছা করলে ওটা লবণাক্ত করে দিতে পারি। তবুও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না কেন? [১]

[১] অর্থাৎ, এই অনুগ্রহের জন্য আমার আনুগত্য করে আমার কর্মগত কৃতজ্ঞতা জ্ঞাপন কর না কেন?