وَاَصْحٰبُ
الشِّمَالِ ۙ۬
مَاۤ
اَصْحٰبُ
الشِّمَالِ
۟ؕ
3

আর বাম হাত-ওয়ালারা, কত হতভাগা বাম হাত-ওয়ালারা! [১]

[১] এ থেকে বুঝানো হয়েছে জাহান্নামীদের। এদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে। আর এটা হবে তাদের নির্ধারিত দুর্ভাগ্যের নিদর্শন।